নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

shafiqul rahma panchagarh electionrally

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ভবিষ্যতেও পালাবে না। দেশ বদলে দেওয়ার জন্য পাঁচটি বছরই আমাদের জন্য যথেষ্ট। তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টির বড় যোগান আসে উত্তরবঙ্গ থেকে, অথচ স্বাধীনতার পর থেকে এই অঞ্চলকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে অঞ্চলটিকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই।

তিনি বলেন, মহান আল্লাহ উত্তরবঙ্গকে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়ার মতো চারটি বড় নদী দিয়েছেন। কিন্তু অব্যবস্থাপনা ও অবহেলার কারণে আজ এসব নদী মরুভূমির মতো পড়ে আছে। যারা শুধু নির্বাচনের সময় মানুষের খোঁজ নেয় আর পরে আর পাওয়া যায় না—তাদের সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন কী?

জামায়াতের আমির বলেন, “আমরা এই ধরনের রাজনীতি ঘৃণা করি। বিপদের সময়েও আমরা দেশবাসীকে ফেলে কোথাও পালিয়ে যাব না।”

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই—এই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার জন্য পাঁচটি বছরই যথেষ্ট। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে, ইনশাল্লাহ। এই এলাকার মাটি উর্বর, এখানে পিছিয়ে থাকার কোনো প্রশ্নই উঠে না।

এ সময় ১০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা ১০ দলীয় জোটকে ভোট দিন, আমাদের পার্লামেন্টে পাঠান, যাতে আমরা সরকার গঠন করতে পারি। আমরা কথা দিচ্ছি—পরিবর্তন আনবো, মানুষের জীবনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবো, ইনশাল্লাহ।”

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, ১০ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমসহ জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের শরিক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের হাতে ‘শাপলা কলি’ প্রতীক এবং পঞ্চগড়-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সফিউল আলমের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।