রংপুর-রাজশাহীতে ভূমিকম্প, উৎপত্তিস্থল ঠাকুরগাঁও সীমান্তে

earthquake

আজ সকাল ৮টা বেজে ৪৪ মিনিট ৪৪ সেকেন্ডের সময় বাংলাদেশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মানুষ এই ভূমিকম্পের কম্পন টের পান।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। কম মাত্রার হওয়ায় এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।