জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে এলো ২৪৭ কোটি ডলারের রেমিট্যান্স

Bangladesh Remittance

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৭ কোটি ৭১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ২২১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭৪ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৪৪ লাখ ৬০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে জানুয়ারির প্রথম ২৪ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—৪৮ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। এরপর ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার ডলার। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭ কোটি ৫৩ লাখ ডলার এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ডলার।

তবে আলোচিত সময়ে দেশি-বিদেশি সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। ব্যাংকগুলো হলো— রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।