আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই বৈশ্বিক এই ক্রিকেট আসরকে ঘিরে দেখা দিয়েছে নতুন শঙ্কা। ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এরই মধ্যে এশিয়ার কয়েকটি দেশ ভারতফেরত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য স্ক্রিনিং ব্যবস্থা চালু করেছে। পরিস্থিতির অবনতি হলে পুনরায় কোয়ারেন্টিন ব্যবস্থা কার্যকর করার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে আসা ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভ্রমণ, প্রবেশ অনুমতি ও স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে বাড়তি জটিলতা তৈরি হতে পারে।
এর আগে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনা চলছে। এর মধ্যেই ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে শঙ্কার খবর সামনে এলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জিও সুপার, ট্যাপম্যাড, হেলথ মাস্টার, খাইবার নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে।
নিপা ভাইরাস অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী বলে পরিচিত। সাধারণত কাঁচা খেজুরের রস পানসহ বিভিন্ন মাধ্যমে এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হয় এবং দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কার্যকর টিকা এখনো আবিষ্কৃত হয়নি।
সিজিটিএনের তথ্য অনুযায়ী, ভারতে ইতোমধ্যে চিকিৎসাকর্মীসহ অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জনবহুল দেশ হওয়ায় সবার কার্যকর স্বাস্থ্য স্ক্রিনিং নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়াচ্ছে।
উইকিপিডিয়ার তথ্যমতে, নিপা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। যারা সুস্থ হয়ে ওঠেন, তাদের অনেকের মধ্যেও পরবর্তীতে স্নায়ুবিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপা ভাইরাসকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং মহামারি সৃষ্টির সম্ভাবনাসম্পন্ন ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে। এমন প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বেগ ও আলোচনা আরও জোরালো হচ্ছে।
