সরকারি চাকরি ৫ বছরের বেশি হওয়া উচিত নয়, উদ্যোক্তা হতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

Digital Device and Innovation Expo 2026

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়। এতে কর্মকর্তাদের মানসিকতা এক জায়গায় আটকে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয়।

বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’–এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুনভাবে শুরু করা উচিত। কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তিত হলেও অনেক ক্ষেত্রে মানুষ পুরোনো ধ্যান-ধারণা নিয়েই প্রতিষ্ঠানে বসে থাকে, যা অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে।

সবাইকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা একটি ভুল চিন্তা। এটি দাসপ্রথার মতো একটি ব্যবস্থা। বরং উদ্যোক্তা তৈরিতে সরকারকে কার্যকর সহায়তা দিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সূচনা করবে। এই আন্দোলন থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।