পর্তুগাল প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আদর্শে অনুপ্রাণিত কুলাউড়া উপজেলার নেতা-কর্মীদের নিয়ে গঠিত হলো “পর্তুগাল জাতীয়তাবাদী ফোরাম”। ২০ অক্টোবর পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, এবং বিএনপির দলীয় সংগীত “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গানের মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে।
সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ শফিকুজ্জামান চৌধুরী রিপন, যিনি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. কাউসার আলম, যিনি কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা এবং পর্তুগাল যুবদলের নেতা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফরেইন অ্যাফেয়ার্স এডভাইজার কমিটির সদস্য এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। তিনি পর্তুগালে বিএনপির কার্যক্রমকে উৎসাহিত করে ভবিষ্যতে দলের আদর্শ প্রচারে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, আজমল আহমেদ, সামসুজ্জামান, এম কে নাসের, পর্তুগাল যুবদল নেতা এমদাদ স্বপন, এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এদিন পর্তুগাল জাতীয়তাবাদী ফোরামের ৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পরিচিতি লাভ করে।