পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) লিসবনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
দূতাবাস প্রাঙ্গণে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা। এ সময় ৩০ লাখ শহিদ,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভাটি দূতাবাস প্রধান এস এম গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, বিজয়ের মূল্য এবং স্বাধীন বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ আজ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
আলোচনার পাশাপাশি আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী শিশু-কিশোররা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজয় দিবসের এই আয়োজন পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।