শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তারের পরিকল্পনা ট্রাম্পের

illegal immigrants

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরদিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের নতুন প্রশাসন আগামী মঙ্গলবার থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার অভিযান শুরু করবে।

ট্রাম্প প্রশাসনের সীমান্তবিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হোম্যান জানান, অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগ (আইসিই) শিকাগো থেকে এই অভিযান শুরু করবে। এতে ১০০ থেকে ২০০ আইসিই কর্মকর্তা অংশ নেবেন এবং সপ্তাহব্যাপী এই অভিযান চলবে।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিষয়ে কড়া অবস্থান নিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ অবৈধ অভিবাসীকে তাড়ানোর প্রতিশ্রুতি দেন এবং দেশের ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসী বিদায় অভিযান পরিচালনার ঘোষণা দেন।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের ঠিক পরদিনই এমন পদক্ষেপে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। অভিবাসী অধিকার কর্মীরা এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্পের আগের প্রশাসনে চালু হওয়া ‘শূন্য সহনশীলতা নীতির’ প্রতি ইঙ্গিত করে বলেছেন, এটি মানবাধিকার লঙ্ঘনের পথ প্রশস্ত করতে পারে।

অভিবাসন আইন প্রয়োগে আইসিই কর্মকর্তাদের পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানান টম হোম্যান। তিনি বলেন, “আমরা আইসিইর হাতকড়া খুলে দিচ্ছি। এখন থেকে তারা অভিবাসন আইন প্রয়োগে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

অভিযানটি শুরু হলে, এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রথম বড় উদ্যোগ হিসেবে দেখা হবে। এর মাধ্যমে তিনি অভিবাসন ইস্যুতে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।