অধ্যাপক ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ

Elon Musk's phone conversation with Professor Yunus

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) রাত ৯টার দিকে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফোনালাপের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, ইলন মাস্ক টেসলা, স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মাস্ককে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছেন, যার মূল লক্ষ্য সরকারি ব্যয় সংকোচন করা।

অধ্যাপক ইউনূস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়েছেন।

ফোনালাপে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি খাত, সামাজিক উন্নয়ন ও উদ্ভাবনী ধারণা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।