লিবিয়া থেকে আরও ১৪৫ বাংলাদেশি দেশে ফিরলেন

Illegally entering Europe

লি‌বিয়ায় আটকে পড়া আরও ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশীর বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তারা লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

দেশে ফেরত আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সতর্ক করে বলেছেন, যেন কেউ আর এই ভয়ঙ্কর পথে পা না বাড়ান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে প্রত্যাবাসিতদের প্রত্যেককে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা, খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।

এ ধরনের অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতার প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপদ অভিবাসনের জন্য বৈধ ও সঠিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে অভিবাসন সংশ্লিষ্ট সংস্থাগুলো।