ফ্রান্সের রুয়োতে বিনা খরচে গণপরিবহণে চড়বেন অভিবাসীরা

France free public transport

ফ্রান্সের সেইন মারিতিম ডিপার্টমেন্টের রুয়ো শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল নতুন অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য ১২ হাজার ৪৫০টি গণপরিবহণের টিকিট বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছেন। তার এই উদ্যোগ অভিবাসীদের শহরের প্রশাসনিক কাজ সহজ করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

রুয়ো-নরমান্দি অঞ্চলে সক্রিয় অভিবাসন সংস্থাগুলো এবং ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশন বিষয়ক ফরাসি দপ্তর (OFPRA)-এর মাধ্যমে টিকিট বিতরণ করা হবে। বিনামূল্যে পরিবহণ সুবিধা পাওয়ার ফলে অভিবাসীরা সহজে প্রশাসনিক দপ্তর, আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য প্রয়োজনীয় স্থানে যেতে পারবেন।

শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল স্থানীয় সংবাদ মাধ্যম আকচুকে ৩ ফেব্রুয়ারি বলেন, এই চুক্তির লক্ষ্য হল আমাদের দেশে প্রথমবারের মতো আগত ব্যক্তিদের ইন্টিগ্রেশনকে সহজতর করা। অভিবাসন সংস্থা, আশ্রয়প্রার্থী এবং নতুন আগত প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে এটি বাস্তবায়ন করা হবে।”

ফ্রান্সে আসার পর আশ্রয়প্রার্থীরা সাধারণত মাসিক ট্রান্সপোর্ট সুবিধা পাওয়ার আগ পর্যন্ত গণপরিবহণ ব্যবহারে অসুবিধার সম্মুখীন হন। নতুন এই উদ্যোগের ফলে রুয়ো-নরমান্দি অঞ্চলে আসা অভিবাসী ও আশ্রয়প্রার্থীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

শহর কর্তৃপক্ষ মনে করছে, অভিবাসীদের সরকারি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সহযোগিতা করা জরুরি। তবে এই ঘোষণার পর মেয়র নিকোলা মেয়ার রসিনিউল অনলাইনে ঘৃণাত্মক ও অশ্লীল বার্তার সম্মুখীন হয়েছেন। ধারণা করা হচ্ছে, এই সমালোচনার পেছনে অতি ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলোর হাত রয়েছে। বিনামূল্যে গণপরিবহণের টিকিট বিতরণের সিদ্ধান্ত অতি ডানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

মেয়র নিকোলা মেয়ার রসিনিউল বুধবার সন্ধ্যায় তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিবাসীদের সামাজিক ও প্রশাসনিক অন্তর্ভুক্তি সহজ করার লক্ষ্য নিয়ে এই পরিকল্পনা করা হয়েছে। তবে এই উদ্যোগ কতটা সফল হবে এবং ভবিষ্যতে এমন সুবিধা চালু থাকবে কিনা, তা নিয়ে বিতর্ক থাকতে পারে।