মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানান, সকালে একটি জরুরি কল পাওয়ার পর দ্রুত ১২ জন ফায়ারকর্মী ঘটনাস্থলে ছুটে যান। তারা দেখতে পান, কারখানার এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে নিহত দুই বাংলাদেশির নাম ও পরিচয় জানা যায়নি। তবে, মালয়েশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশন হতাহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন লাগার সম্ভাব্য কারণ তদন্ত করছেন। কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে দুর্ঘটনার কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে কারখানাটিকে রক্ষা করেছে।
এ দুর্ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কমিউনিটির নেতারা নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন।