অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

US deporting illegal Bangladeshis

বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদেরও ফেরত পাঠানো হবে। তবে দেশটিতে ঠিক কতসংখ্যক বাংলাদেশি অবৈধ অভিবাসী হিসেবে রয়েছেন এবং কবে থেকে তাঁদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বুধবার (৫ মার্চ) দুপুরে এ বিষয়ে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, যাঁরা ঢাকা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দূতাবাসে কর্মরত রয়েছেন। তবে বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অবৈধ অভিবাসীর সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মূলত নিউইয়র্ক, নিউ জার্সি এবং কানেটিকাট রাজ্যে বাংলাদেশি অবৈধ অভিবাসীর সংখ্যা বেশি হতে পারে। গত মাসে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। তাঁরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ সরকারও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকার চায় নাগরিকরা সম্মানজনকভাবে দেশে ফিরে আসুক। অন্যান্য দেশের মতো তাঁদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হোক, এমনটি বাংলাদেশ চায় না। যুক্তরাষ্ট্রের প্রশাসনও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেবে না বলে আশ্বাস দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে অবৈধ অভিবাসী হিসেবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। তবে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমে তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া যথাসম্ভব মানবিক রাখার চেষ্টা করা হবে।