গত রোববার (৯ মার্চ) রাজধানী প্যারিসের আইছা প্রো অফিসের মিলনায়তনে বি এফ সি লা-কর্ণভ ফুটবল ক্লাবের উদ্যোগে এক ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিচালনা করেন সাহেদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডাররিতে আজি ফ্রান্স (সাফ) র’ প্রেসিডেন্ট নয়ন এন কে। বিশেষ অতিথি ছিলেন লা-কর্ণভ মেরির মেয়র আবু বক্কর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বি এফ সি লা-কর্ণভ ক্লাবের প্রধান উপদেষ্টা উবায়দুল্লাহ কয়েছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক জাতীয় দলের খেলোয়াড় লুলু আহমদ, সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের প্রতিষ্ঠাতা সভাপতি মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হক রুবেল, বিশিষ্ট লেখক ও কবি লোকমান আপন, প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, নবকষ্ঠ পত্রিকার সম্পাদক আবু তাহির, সময় টিভি ফ্রান্সের বিশেষ প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি সাবুল আহমদ, মন্ডিয়াল ট্রাভেলসের প্রেসিডেন্ট ইব্রাহিম হাসান, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক ও এবিটিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু, সলিডাররিতে আজি ফ্রান্সের সাধারণ সম্পাদক মামুন হাসান, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিয়া করিম, ইলেভেন স্টার ফুটবল ক্লাবের সভাপতি আশুক আহমদ, বেঙ্গল ভয়েস এফ সি প্যারিসের সভাপতি কামরুল ইসলাম এনাম এবং গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাবের সভাপতি ফখরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ ফুটবল ক্লাব ফ্রান্সের সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া এবং ক্লাবের সম্মানিত উপদেষ্টারা। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলোয়াড়, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংগঠক, খেলোয়াড়, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার মাহফিল পরিণত হয় এক মিলনমেলায়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।