সিলেট বিভাগে মে মাসে অতিভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের শঙ্কা

Sylhet Abohawer Khobor

আসন্ন মে মাসে সিলেট বিভাগে অতিভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগের মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ ৬১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, যা অতি ভারী বর্ষণের লক্ষণ বহন করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই অতিবৃষ্টি বজ্রপাতের সম্ভাবনাও বহুগুণে বাড়িয়ে দেবে। ফলে জনসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং খোলা আকাশের নিচে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মার্চের ১৮ তারিখ থেকে এপ্রিলের ২৮ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। এই পরিপ্রেক্ষিতে বিশেষ করে কৃষক, খোলা মাঠে কাজ করা শ্রমিক, স্কুলগামী শিশু ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের প্রতি আরও বেশি সতর্কতার অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, “বজ্রপাত থেকে বাঁচতে বজ্রঝড়ের সময়ে উঁচু গাছের নিচে, খোলা মাঠে বা পানির কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইতোমধ্যে জনগণের মাঝে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

জননিরাপত্তার স্বার্থে সবাইকে ঘরে থাকার এবং আবহাওয়া সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।