হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করল হামজা-শমিত-ফাহমিদুল

AFC Bangladesh vs Hong Kong 2025

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে দারুণ লড়াই করে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করলেও, দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের অসাধারণ গোলে সমতায় ফেরে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ছিল সাবধানী। প্রথম ২০ মিনিটে উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কোনো দল। তবে ৩২ মিনিটে ডিফেন্ডার তারিক কাজীর ফাউলের পর পেনাল্টি পায় স্বাগতিক হংকং। অধিনায়ক ম্যাথিউ বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন (১-০)।

প্রথমার্ধে গোল শোধে মরিয়া বাংলাদেশ কয়েকটি আক্রমণ করলেও তা ফলপ্রসূ হয়নি। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৭ ও ৬৯ মিনিটে টানা দুটি সুযোগ পেলেও হংকং গোলরক্ষকের দৃঢ়তায় সেগুলো ব্যর্থ হয়। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের নিখুঁত ক্রসে ফাহমিদুল সহজ সুযোগ নষ্ট করলে হতাশ হয় দল।

অবশেষে ৮৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। বাঁ পাশ থেকে ফাহিমের ক্রসে ফাহমিদুলের হেড থেকে বল পেয়ে রাকিব হোসেন জালে জড়িয়ে দেন। তার গোলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ (১-১)।

শেষ দিকে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও আর কেউ জালের দেখা পায়নি। ফলে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

এই ড্রয়ের ফলে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টিকে রইলো বাংলাদেশের আশা।