AIMA’র বড় পদক্ষেপ: অভিবাসীদের জন্য ২০.৫৩ মিলিয়ন ইউরো তহবিল

AIMA

অভিবাসন, সংহতি ও আশ্রয় সংস্থা (AIMA) ২০২৮ সাল পর্যন্ত ২০.৫৩ মিলিয়ন ইউরো ব্যয় করতে পারবে সমাজ-সাংস্কৃতিক মধ্যস্থতা সেবায়। মন্ত্রিপরিষদের এক প্রস্তাব অনুযায়ী সরকারি গেজেটে প্রকাশিত ডিক্রিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আগামী ৩৬ মাসে চার অর্থবছরে ধাপে ধাপে এ অর্থ বরাদ্দ করা হবে। এই অর্থের ব্যবহার হবে ইতিমধ্যে স্বাক্ষরিত এবং ভবিষ্যতে স্বাক্ষরিত হতে যাওয়া সামাজিক ও সাংস্কৃতিক মধ্যস্থতা প্রোটোকল বাস্তবায়নে।

ডিক্রিতে বলা হয়েছে, AIMA বর্তমানে চালু থাকা ১৬টি অংশীদারিত্ব অব্যাহত রাখতে আগ্রহী, পাশাপাশি বেসরকারি সংস্থার সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ার পরিকল্পনাও রয়েছে। মূলত অভিবাসীদের নিয়োগ, ধরে রাখা ও সংহতি নিশ্চিত করতে এই সেবাগুলো কার্যকর হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর হাই কমিশন ফর ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যান্ড বর্ডারস সার্ভিস (SEF) বিলুপ্তির পর AIMA প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিদেশি নাগরিকদের তদারকি ও বহিষ্কারের কিছু দায়িত্ব পুলিশের নতুন ইউনিট ন্যাশনাল ফরেনার্স অ্যান্ড বর্ডারস ইউনিট (PSP)-এর কাছে হস্তান্তর করা হয়।