এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আগুন, রক্ষা পেল শতাধিক যাত্রী

air india plane engine fire delhi

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আবারও বড়সড় বিপত্তি ঘটেছে। রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মাঝ-আকাশে ফ্লাইটের এক ইঞ্জিনে আগুন ধরে যায়। রবিবার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এআই ২৯১৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাইলট ইঞ্জিনটি বন্ধ করে দেন। বিমানের বাম দিকের ইঞ্জিন সচল থাকায় ফ্লাইট কিছুক্ষণ আকাশে ভেসে থেকে নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।

এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন। যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়েছিল, যেখানে ২৬০ জন নিহত হন। এরপর থেকে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও রবিবারের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী।