আজকের আবহাওয়া: ১১টি অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, তাপপ্রবাহ কমতে পারে

Ajker weather

দেশের ১১টি অঞ্চলে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যেতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।