আজকের আবহাওয়ার খবর: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমবে

ajker abohawar khobor bangladesh

আজকের আবহাওয়ার খবর অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে জানান, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজকের আবহাওয়ার খবর অনুযায়ী, বর্তমানে গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে সেটি কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া আগামীকাল (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।

৩০ এপ্রিল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।