আজকের সোনার দাম ২১ এপ্রিল ২০২৫ | ভরিতে সর্বোচ্চ বৃদ্ধি রেকর্ড করল বাজুস

ajker sonar dam

বাণিজ্য যুদ্ধের অভিঘাতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা দেওয়ায় দেশের বাজারেও লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। এক লাফে ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যহার আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। এবার সেটি আরও বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায়।

আজকের সোনার দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম অনুযায়ী):

  • ২২ ক্যারেট: ১,৭২,৫৪৬ টাকা
  • ২১ ক্যারেট: ১,৬৪,৭৮২ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৪১,৪৯৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,১৬,৫৯০ টাকা

বাজুস জানায়, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণবাজারে মোট ২৪ বার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে, কমেছে মাত্র ৬ বার।

বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এর প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও।

বাজুসের পক্ষ থেকে ক্রেতাদের সরকার নির্ধারিত ও বাজুস ঘোষিত দামে স্বর্ণ কেনাবেচা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কেউ প্রতারণার শিকার না হন।