আবারও কমল সোনার দাম, ভরিতে কমলো ১০,৪৭৪ টাকা

Gold price update Bangladesh

দেশে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন এই দাম বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে বলে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দরে সোনার ভরিপ্রতি মূল্য:

ক্যারেটভরিপ্রতি দাম (টাকা)
২২ ক্যারেট১,৯৩,৮০৯
২১ ক্যারেট১,৮৫,০০৩
১৮ ক্যারেট১,৫৮,৫৭২
সনাতন পদ্ধতি১,৩১,৬২৮

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ২৭ অক্টোবর বাজুস ভরিপ্রতি ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। কিন্তু মাত্র একদিন পরই আবারও বড় ধরনের সমন্বয় আনা হলো।

চলতি বছর দেশে এখন পর্যন্ত ৭০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪৮ বার বেড়েছে, আর ২২ বার কমেছে।
২০২৪ সালে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়।

অন্যদিকে, সোনার দামে বড় পতন হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমান রুপার দর (প্রতি ভরি):

ক্যারেটদাম (টাকা)
২২ ক্যারেট৪,২৪৬
২১ ক্যারেট৪,০৪৭
১৮ ক্যারেট৩,৪৭৬
সনাতন পদ্ধতি২,৬০১

চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৬ বার বেড়েছে, আর ৩ বার কমেছে।