বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে ফলাফল ছিল অনেকটাই অনুমিত। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। তাঁদের মধ্য থেকেই নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম—যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব পেয়েছেন দ্বিতীয়বারের মতো।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে আমিনুল ইসলামের নাম ঘোষণা করেন।
একই নির্বাচনে দুজন সহসভাপতি মনোনীত হয়েছেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
ফারুক আহমেদ এর আগেও বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন, আর শাখাওয়াত হোসেন ছিলেন বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা।
গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি হন আমিনুল ইসলাম। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে সভাপতি করা হয়েছিল। এবারের নির্বাচনে তিনি ঢাকা বিভাগের পরিচালক হিসেবে জয়ী হয়ে আবারও বোর্ডের নেতৃত্বে আসছেন।
বিসিবির আগের কমিটিতে সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও পরবর্তীতে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। অন্যদিকে, নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
ক্রিকেট প্রশাসনে অভিজ্ঞতা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে নতুন বোর্ডকে। এখন নজর থাকবে, দ্বিতীয় মেয়াদে বিসিবির সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দেশের ক্রিকেটে কী ধরনের পরিবর্তন ও উন্নয়ন আনতে পারেন।