নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে তিনি জানান, আনসারদের বর্তমান অস্ত্রের বেশিরভাগই পুরোনো হয়ে যাওয়ায় নতুন অস্ত্র কেনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, “আনসারদের ব্যবহৃত অস্ত্র অনেক পুরোনো হয়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নতুন শটগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।”
এছাড়া, আগের পরিকল্পনা অনুযায়ী ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হলেও তা সব কেন্দ্রে ব্যবহার করা হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতেই সীমিত পরিসরে ক্যামেরা সরবরাহ করা হবে।
ড. সালেহউদ্দিন বলেন, “সব কেনাকাটা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হবে। নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে প্রক্রিয়াটি চূড়ান্ত করবে।”
বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় সিদ্ধান্ত অনুমোদন করা হয়। চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত এক কোটি ই-পাসপোর্ট বই কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকা কেনা এবং আসন্ন রোজার আগে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে চাল ও গম আমদানি করা হবে বলে জানান উপদেষ্টা।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
