বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’

March for Justice

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে আন্দোলনে নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বুধবার সন্ধ্যায় আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে। নিহত ব্যক্তিদের স্মরণে এ ধরনের যেকোনো কনটেন্ট বা লেখা দুটি হ্যাশট্যাগ (#JulyMassacre ও #RememberingOurHeroes) ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে এই কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

‘মার্চ ফর জাস্টিস’ বা ন্যায়বিচারের জন্য পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ঢাকা, চট্টগ্রামসহ অন্তত ২৩টি জেলায় বিক্ষোভ হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন।

এ কর্মসূচি ঘিরে গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিলেটে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। কোথাও কোথাও বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। বিক্ষোভ থেকে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ। অবশ্য পরে তাঁদের অনেককে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।