লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে উল্লাসে মেতেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের এই দুর্দান্ত জয়ে আর্জেন্টাইন ফুটবলারদের আনন্দের বন্যায় ভাসতে দেখা গেছে। তবে এমন ঐতিহাসিক মুহূর্তেও বাংলাদেশকে ভুললেন না দলের অন্যতম তারকা এঞ্জো ফার্নান্দেজ।
ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দেন চেলসির এই মিডফিল্ডার। পোস্টে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে তিনি লেখেন— ‘এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দাপট
ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া বলেছিলেন, “আর্জেন্টিনাকে অবশ্যই হারাবে ব্রাজিল, আর আমি নিজেও গোল করব।” কিন্তু বাস্তবে হলো উল্টো। টানা ৬ বছর ধরে আর্জেন্টিনাকে হারাতে না পারা ব্রাজিল আরও একবার বিধ্বস্ত হলো ৪-১ গোলের বড় ব্যবধানে।
আর্জেন্টিনা দলে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজের মতো তারকারা চোটের কারণে ছিলেন না, কিন্তু তাতেও দমে যায়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১২তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এঞ্জো ফার্নান্দেজ। এরপর ৩৭তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলেও গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন তিনি। ব্রাজিলের রক্ষণভাগ বারবার পরাস্ত হয় আর্জেন্টিনার আক্রমণের সামনে।
ম্যাচ শেষে রাফিনিয়ার মন্তব্যের জবাবও দিয়েছেন এঞ্জো। নিজের ফেসবুক পোস্টে রাফিনিয়াকে উদ্দেশ করে লেখেন, ‘পরেরবার বিনয়ী থেকো, রাফিনিয়া।’
বাংলাদেশের প্রতি ভালোবাসা ফুটে উঠল এঞ্জোর পোস্টে
এঞ্জো ফার্নান্দেজের নামে থাকা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আগেও বাংলাদেশের সমর্থকদের নিয়ে পোস্ট করা হয়েছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা ও ভালোবাসা আর্জেন্টিনার খেলোয়াড়দের নজর কেড়েছে বহু আগেই।
বিশ্বকাপের সময় থেকেই মেসি, মার্টিনেজসহ আর্জেন্টিনার অনেক ফুটবলার বাংলাদেশের অসীম সমর্থনের কথা জেনেছেন। এবারও ব্রাজিলকে হারানোর পর সেই ভালোবাসার প্রতিদান দিলেন এঞ্জো ফার্নান্দেজ। তার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে বাংলাদেশি সমর্থকদের মাঝে, যারা আবেগঘন মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তার পোস্টের কমেন্ট সেকশন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এ যেন আরও এক গর্বের মুহূর্ত—যেখানে হাজার মাইল দূরের প্রিয় দলের তারকারা স্বীকৃতি দিচ্ছেন তাদের নিঃস্বার্থ ভালোবাসাকে!