২০২৪/২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় ফুটবলের এই মহারণ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।
মাইকেল আর্তেতার দল সম্প্রতি এভারটনের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে প্রিমিয়ার লিগে। অন্যদিকে, কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ হজম করেছে চমকপ্রদ ২-১ গোলের পরাজয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায়।
দুই দলের মধ্যেই রয়েছেন বিশ্বমানের খেলোয়াড়রা। গ্যাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা ও ডিক্লান রাইসের মতো খেলোয়াড়দের নিয়ে আর্সেনাল ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাবে। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স বরাবরই দুর্দান্ত—ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহাম ও লুকা মদ্রিচের উপস্থিতিতে তারা যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে।
আর্তেতা বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই বড় নাম, কিন্তু আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি। সমর্থকদের সামনে জয় পাওয়াই আমাদের লক্ষ্য।”
রিয়াল কোচ আনচেলত্তি আশাবাদী, “এটা বড় ম্যাচ, চাপ থাকবে। কিন্তু এই রকম ম্যাচেই আমরা নিজেদের সেরা খেলাটা উপস্থাপন করতে পারি।”
এই ম্যাচের ফলাফল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই মহাযুদ্ধ।