বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, টিম ডিরেক্টর আবদুর রাজ্জাক

Ashraful

এ মাসেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। আর টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক।

আজ রবিবার (২ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল বর্তমানে জাতীয় লিগে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং ধানমন্ডি ক্লাবের কোচ ছিলেন। বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক বলেন,

“আশরাফুলের অনেক অভিজ্ঞতা আছে। সে কোচিং কোর্সও সম্পন্ন করেছে। তার অভিজ্ঞতাই আমাদের এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ।”

নতুন দায়িত্ব পেয়ে আনন্দ প্রকাশ করে আশরাফুল বলেন,

“ভালো লাগছে। এটা বড় দায়িত্ব। চেষ্টা করব খেলোয়াড়ী জীবন ও কোচিংয়ের অভিজ্ঞতা বাংলাদেশ দলে কাজে লাগানোর।”

এদিকে আগের কোচিং স্টাফদের কেউ বাদ যাচ্ছেন না। এত দিন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ না থাকায় সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।

তবে রাজ্জাক জানিয়েছেন,

“এখানে কারও ব্যর্থতা বা কাউকে সরানো হয়নি। কেবল দায়িত্ব বণ্টনের মধ্য দিয়েই পরিবর্তন এসেছে।”

নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,

“টিম ডিরেক্টর হিসেবে আমি পুরো টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করব। প্রয়োজন অনুযায়ী সহায়তা করব।”