এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান: ৭ উইকেটে ভারতের জয়

Pakistan vs india Asia Cup

দুই দল এশিয়া কাপে মুখোমুখি হবে কিনা তা নিয়ে আগেই উত্তেজনা ছিল। সীমান্ত সংঘাতের পর মে মাসে সম্পর্ক তলানিতে গিয়েছিল, বয়কট ও পাল্টা বয়কটের কারণে বিভিন্ন প্রতিযোগিতায় দুই দেশের ম্যাচ বাতিল হয়েছিল। তবে নিরপেক্ষ ভেন্যুতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।

পাকিস্তান আগে ব্যাট করতে নেমে তিন স্পিনারের বিপর্যয়ে ৯ উইকেটে মাত্র ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে পাকিস্তান চাপের মধ্যে পড়েছিল। শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটে পাওয়ার প্লেতে ৪২ রান আসে, তবে এরপর ব্যাটাররা ক্রমে আউট হয়ে যান। শেষদিকে শাহিন আফ্রিদি ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেললেও তা দলের জন্য যথেষ্ট হয়নি।

জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়ের বন্দনা নিশ্চিত করে। শুভমন গিল ১০, অভিষেক শর্মা ৩১, তিলক ভার্মা ৩১ এবং সূর্যকুমার যাদব ৪৭ রানে দলের জয় নিশ্চিত করেন। শিবম দুবের ৭ বলের ১০ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাকিস্তানের বোলিংয়ে তিনটি উইকেট নেন সাইম আইয়ুব। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩ উইকেট, বুমরাহ ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন। ভরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট শিকার করেন।