অতিরিক্ত টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান ড. আসিফ নজরুলের

Asif nazrul doctors unnecessary test

অনর্থক চিকিৎসা পরীক্ষা বা টেস্ট না দিতে দেশের চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে ডাক্তারদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও অনুরোধ করেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “মানুষ ভারত কিংবা থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। কিন্তু এখানে রোগীদের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হয়। নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেয়া কিংবা ডায়াগনস্টিক টেস্ট বাড়িয়ে দেয়া—এগুলো রোগীর জন্য ভোগান্তি সৃষ্টি করছে।”

ড. নজরুল প্রশ্ন রাখেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?”

তিনি উদাহরণ দিয়ে বলেন, তার এক গৃহসহায়ক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ১৪টি টেস্ট করতে বাধ্য হয়েছিলেন। পরে তিনি ঢাকার বাইরে গিয়ে চিকিৎসা নেন, যেখানে এতগুলো টেস্টের প্রয়োজন হয়নি।

নার্সদের বেতন প্রসঙ্গেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। বলেন, “একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে সে কীভাবে হাসিমুখে মানসম্পন্ন সেবা দেবে? হাসপাতাল মালিকদের উচিত হবে কম মুনাফা করে রোগীদের প্রতি দায়িত্বশীল হওয়া।”

ড. আসিফ নজরুল শেষ পর্যন্ত চিকিৎসকদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের মানুষ অনেক গরিব। প্লিজ এসব অত্যাচার বন্ধ করুন। বড়লোকদের কাছ থেকে বেশি নিলেও হয়, কিন্তু সাধারণ মানুষের গলা কাটবেন না।”