সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা সকালে নয়, বিকেলে ৯ জানুয়ারি

assistant-teacher-recruitment

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা নির্ধারিত সকালের পরিবর্তে আগামী ৯ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সংক্রান্ত তথ্য প্রার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ জন্য ০১৫৫২-১৪৬০৫৬ নম্বরটি ব্যবহার করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব প্রার্থী ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা সেই প্রবেশপত্র ব্যবহার করেই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর যেসব প্রার্থী এখনো প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট admit.dpe.gov.bd-এ ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাসের সন ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। পরীক্ষার ওএমআর শিট পূরণের নির্দেশনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রেই উল্লেখ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী।