আজ বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কট করার ঘোষণা দিয়েছেন গুলিবিদ্ধ হয়ে হাত হারানো আতিকুল ইসলাম। এনসিপির একজন নেতার ধর্মীয় কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এই সিদ্ধান্ত জানান।
গত ৫ আগস্ট, শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীর উত্তরা পূর্ব থানার কাছে আন্দোলনের সময় আতিকুলের হাতে গুলি লাগে। প্রথমে আন্দোলনকারীরা এবং পরে স্বজনেরা তাকে নিয়ে রাজধানীর পাঁচটি হাসপাতাল ঘোরেন। শেষ পর্যন্ত একটি হাসপাতালে তার হাতের গুলিটি বের করা হয়।
পরদিন ৬ আগস্ট দুপুরে তাকে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। সেখানে ৭ আগস্ট অস্ত্রোপচার করে তার হাতটি কেটে ফেলতে হয়। এরপর থেকে আতিকুল কৃত্রিম হাত লাগিয়ে চলাফেরা করছেন।
ভিডিও বার্তায় আতিকুল বলেন,
“আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। তারা ঘুরিয়ে–পেঁচিয়ে তাদের মিথ্যাগুলো চালিয়ে যেতে চায়। তারা ‘মত প্রকাশের স্বাধীনতা’র কথা বলছে। কিন্তু বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে—এটি কোন মতপ্রকাশ নয়।”
তিনি আরও বলেন,
“আল্লাহ তায়ালার রাসূল (সা.)-কে নিয়ে বিরোধিতা কেউ করতে পারে না। আমি মুসলিম পরিবারে জন্ম নিয়ে এটা কখনও মেনে নিতে পারব না। তাই আজ থেকে এনসিপির সব কার্যক্রমকে বয়কট করলাম। যতদিন তারা তওবা করে ভুল সিদ্ধান্ত থেকে না সরে আসবে, ততদিন তাদের কর্মকাণ্ড আমার কাছে বর্জিত থাকবে।”
আতিকুলের এই ঘোষণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
