শিক্ষার্থী ভিসায় কঠিন শর্ত দিলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ভিসায় কড়া শর্ত দিয়েছে

বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। নতুন নিয়ম অনুসারে, শুক্রবার (১২ মে, ২০২৪) থেকে অস্ট্রেলিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ন্যূনতম ২৯,৭১০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১,৪৬,৯২২ টাকা) সঞ্চিত অর্থ প্রদর্শন করতে হবে।

এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে, শিক্ষার্থীদের ন্যূনতম ২৪,৫০৫ অস্ট্রেলিয়ান ডলার প্রদর্শন করতে হত।

অস্ট্রেলিয়ান সরকার এই পদক্ষেপ নিয়েছে তার  কারণ হল অস্ট্রেলিয়ায় আসা শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকার চেষ্টা করছে। করোনা মহামারীর পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে।

২০২৩ সালে, অস্ট্রেলিয়ায় ৫ লাখ ৪৮ হাজার ৮০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করতে গিয়েছিল, যা এক বছরে সর্বোচ্চ সংখ্যা।

অস্ট্রেলিয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। ২০২২২৩ অর্থবছরে, শিক্ষা খাত থেকে দেশটি ৩৬ হাজার ৪০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার আয় করেছে।