মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন

bus-fire

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই আগুন দিয়েছে— সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে দুটি স্থানে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আমরা সংবাদ পাই যে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন লেগেছে। দ্রুত দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে এমন তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।