ব্যাংককে ভূমিকম্পে নির্মাণাধীন ভবন ধস, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত

earthquake myanmar

মিয়ানমারে উৎপত্তি হওয়া ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে থাইল্যান্ডেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। এতে রাজধানী ব্যাংককের উত্তরে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়েছে। দেশটির পুলিশ ও চিকিৎসাকর্মীদের বরাতে জানা গেছে, ভবনটির নিচে অন্তত ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন এবং তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নির্মাণাধীন ভবনটি ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া, ব্যাংককের আরও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আজ শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭.৩ মাত্রার এই ভূমিকম্প বড় ধরনের বলে গণ্য করা হয়।

মিয়ানমারে উৎপত্তিস্থল, আফটারশকে নতুন আতঙ্ক

শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পটি মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তরপশ্চিমে উৎপন্ন হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। প্রধান ভূমিকম্পের কয়েক মিনিট পরেই একই এলাকায় ৬.৪ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়।

থাইল্যান্ডের চিয়াং মাই শহরের ৭৬ বছর বয়সী বাসিন্দা সাই ভূমিকম্পের সময় একটি দোকানে কাজ করছিলেন। তিনি বলেন, “আমি দ্রুত অন্যান্য গ্রাহকদের সঙ্গে দোকান থেকে বের হয়ে গেছি। এটা আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”

থাই প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

ভূমিকম্পের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, জরুরি বৈঠক করতে তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন।

উদ্ধারকাজ চলছে এবং নিখোঁজ শ্রমিকদের সন্ধানে জরুরি বাহিনী কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আরও উন্নতি না হওয়া পর্যন্ত জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।