বাংলাদেশের ধস, শ্রীলঙ্কার ৭৭ রানের জয়

Sri Lanka Defeats Bangladesh by 77 Runs

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৫ মিনিটে এক কঠিন ধসে পড়ে বাংলাদেশ দল। ১০০ রানে ১ উইকেট থেকে ১০৫ রানে ৮ উইকেট—২০ বলের মধ্যে এমন ভয়াবহ ধস ওয়ানডে ইতিহাসেও বিরল।

বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬৭ রানে। দলের পক্ষে তানজিদ হাসান করেন ৬২ এবং জাকের আলি ৫১ রান। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ উইকেট নেন মাত্র ১০ রানে। কামিন্দু মেন্ডিস যোগ করেন আরও ৩ উইকেট।

এর আগে, শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করে অলআউট হয় ৪৯.২ ওভারে ২৪৪ রানে। অধিনায়ক চারিথ আসালাঙ্কা করেন ১২৩ বলে ১০৬ রান, যা তার পঞ্চম ওয়ানডে শতক এবং অধিনায়ক হিসেবে দ্বিতীয়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪ উইকেট নেন, তানজিম সাকিব পান ৩ উইকেট।

২০ বলে ৭ উইকেটের পতন: ভয়াবহ ধস

বাংলাদেশ দারুণ সূচনা করেছিল। তানজিদ ও শান্ত মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭১ রান। কিন্তু শান্ত রানআউট হওয়ার পর বিপর্যয় নেমে আসে। লিটন দাস হাসারাঙ্গার দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন শূন্য রানে—এ নিয়ে শেষ ৮ ইনিংসে তার চতুর্থ ডাক।

পরের বলেই তানজিদও আউট হন ৬২ রান করে। লিয়ানাগে নেন একটি দুর্দান্ত ডাইভিং ক্যাচ। এরপর একে একে হ্রিদয়, মিরাজ, তানজিম, তাসকিন—সবাই দ্রুত বিদায় নেন। হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস মূল ভূমিকা রাখেন এই ধসে।

কামিন্দু মেন্ডিস ছিলেন দারুণ—তিনি কখনো বাঁ-হাতি অর্থোডক্স, কখনো ডানহাতি অফস্পিনে ঘূর্ণি দেন। মাঠে মধুর সমন্বয় ঘটে তার বোলিং ও শ্রীলঙ্কার ফিল্ডিং দক্ষতার।

৯ উইকেটে পড়ে যাওয়ার পর জাকের আলি কিছুটা লড়াই করেন। তিনি ৫১ রানের ইনিংসে মারেন ৪টি ছক্কা ও ৪টি চার। তবে ব্যবধান কমলেও হার এড়ানো যায়নি।

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা পড়ে যায় বিপাকে—৭ ওভারে ২৯/৩। তবে আসালাঙ্কা একপ্রান্ত ধরে রেখে ধৈর্য্য ও সাহসের মিশেলে ইনিংস গড়ে তোলেন। তিনি কুশল মেন্ডিস, লিয়ানাগে ও রাথনায়েকাদের সঙ্গে গঠন করেন কার্যকরী জুটি।

তাসকিন ও তানজিম নিয়মিত উইকেট নিলেও আসালাঙ্কার ইনিংস শ্রীলঙ্কাকে টেনে তোলে সম্মানজনক স্কোরে। প্রেমাদাসায় এটি তার চতুর্থ শতক—এই ভেন্যুতে তিনি এখন দাঁড়িয়ে আছেন জয়সুরিয়া, কোহলি ও শচীনের পাশে।

🔹 বাংলাদেশ: ১৬৭ অলআউট (৩২.১ ওভার)
তানজিদ ৬২, জাকের ৫১ | হাসারাঙ্গা ৪/১০, কামিন্দু ৩/১৯

🔹 শ্রীলঙ্কা: ২৪৪ অলআউট (৪৯.২ ওভার)
আসালাঙ্কা ১০৬, মেন্ডিস ৪৫ | তাসকিন ৪/৪৭, তানজিম ৩/৪৬

📌 ফলাফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী
📌 ম্যান অফ দ্য ম্যাচ: চারিথ আসালাঙ্কা