২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

bangladesh election february

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়ায় সরকারি সফরে থাকা প্রধান উপদেষ্টা মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

ব্রিফিংয়ে ড. ইউনূস মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, পরিবেশ এখন স্থিতিশীল ও ব্যবসাবান্ধব।”

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও রাজনৈতিক সংকট, যা সমাধানে আসিয়ান-এর সহায়তা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ান এই সমস্যার টেকসই সমাধানে ভূমিকা রাখবে।

এর আগে সকাল ১০টায় পুত্রাযায়ার প্রশাসনিক ভবনে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের মধ্যে বৈঠক হয়। বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়— প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য।

প্রধান উপদেষ্টার তিন দিনের সফরের প্রথম দিনে এই কর্মসূচি সম্পন্ন হয়। সফরের বাকি সময়ে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন।