মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত করা হয়েছে এবং আজ বিকেলে তা রেকর্ড করা হবে। আগামীকাল অথবা পরশু তফসিল ঘোষণা করা হতে পারে।
তিনি আরও জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি Mohammed Shahabuddin–এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে সোমবার নির্বাচন কমিশন বিটিভি ও বাংলাদেশ বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ তফসিল অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন ভবনে এসব তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে প্রতীকের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
