নাপোলিতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা পেল ৫শ’ প্রবাসী

bangladesh embassy consular service napoli

ইতালির বন্দর নগরী নাপোলিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুই দিনব্যাপী (শনিবার ও রবিবার) ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হোসাইন ও প্রথম সচিব সাইফুল ইসলামের নেতৃত্বে এই সেবাদান কার্যক্রম পরিচালিত হয়। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলির সভাপতি হাজী কবির মোরল সাধারণ সম্পাদক মামুন হাওলাদার।স্থানীয় একটি হলরুমে এই সেবাকেন্দ্র স্থাপন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক উপস্থিত থেকে কনস্যুলার সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

নাপোলির বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসীরা নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, নো ভিসা প্রদান, জন্ম নিবন্ধন, সনদপত্র সত্যায়ন, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদসহ বিভিন্ন দূতাবাসীয় সেবা গ্রহণ করেন।

সেবা গ্রহণকারী প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে তারা সময়, অর্থ হয়রানি থেকে বাঁচছেন। পাশাপাশি, দূতাবাসেও চাপ কমছে।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার রিয়াদ হোসাইন বলেন,
আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিক এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা বাংলাদেশ দূতাবাসের পুরো টিমকে ধন্যবাদ জানান এবং এই ধরনের সেবা প্রতি তিন মাস পরপর চালুর জোর দাবি জানান।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং প্রবাসীদের জীবনযাত্রা সহজ করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।