দেশের ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

9 districts at risk of floods

বন্যার ঝুঁকিতে ৯ জেলা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ অন্তত ৯টি জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার জানায়, সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও সিকিমে প্রবল বর্ষণ হওয়ায় বাংলাদেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কুশিয়ারার আমলশীদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা-কুশিয়ারার তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের সব নদীর পানির উচ্চতা বেড়েছে; এর মধ্যে সুরমার পানি কানাইঘাটে বেড়েছে ৮২ সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলশীদে বেড়েছে ৬৮ সেন্টিমিটার।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রামের ফুলবাড়ী, উলিপুর ও চরাঞ্চলে নিম্নভূমি প্লাবিত হচ্ছে। কৃষকদের আশঙ্কা, পানির আরও চাপ বাড়লে আমন ধানের বড় ক্ষতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী দুই দিন এসব নদীর পানি বাড়বে, এরপর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে।

চট্টগ্রাম বিভাগে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও বাড়ছে। মুহুরী ও সেলোনিয়ায় পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিপোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও কংস নদীর পানিও আগামী দুই দিন বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ড ও বন্যা পূর্বাভাস কেন্দ্র স্থানীয় মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।