আগস্ট-সেপ্টেম্বরে বড় ধরনের বন্যার আশঙ্কা জানালেন আবহাওয়া গবেষক

bangladesh flood warning aug sep

চলতি আগস্ট থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে বড় ধরনের বন্যার আশঙ্কা ব্যক্ত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, “২০২০ সালের পর দেশে প্রকৃতপক্ষে বড় কোনো বন্যা হয়নি। ২০২২ সালে সিলেট ও ২০২৪ সালে চট্টগ্রামে যে বন্যা হয়েছিল তা ছিল পাহাড়ি ঢল। কিন্তু এবার বর্ষাকালের স্বাভাবিক বন্যার ঝুঁকি রয়েছে।”

তিনি ব্যাখ্যা করেন, বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীতে পানি প্রবেশ করে উপকূলীয় জেলা প্লাবিত হওয়া এবং তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ডুবে যাওয়াকে বোঝানো হয়।

মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা ১৫ আগস্টের পর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্লাবিত হতে পারে।

তিনি বলেন, “আমি চাই আমার পূর্বাভাস ভুল হোক এবং দেশের মানুষ বড় কোনো বন্যার সম্মুখীন না হোক।”
পোস্টের শেষে তিনি তথ্য-প্রমাণ ও বিশ্লেষণভিত্তিক একটি গবেষণাপত্রের লিঙ্ক দেন, যা ‘আবহাওয়া ডট কম’-এ প্রকাশিত হয়েছে।