ইতালিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Youth Festival 2025

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে ইতালিতে একটি প্রীতি ফুটবল ম্যাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল ম্যাচটি বাংলাদেশ দূতাবাসের দল ও বাংলাদেশ নাগরিক সমিতি আরেজ্জোর মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ নাগরিক সমিতি ৩-২ গোলে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, “বাংলাদেশের তরুণরা শুধু দেশের নয়, বরং পৃথিবীর যে কোনো স্থানে নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম।”

এছাড়া, বাংলাদেশ নাগরিক সমিতি আরেজ্জোর সভাপতি রাসেল আহমেদ উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই উৎসবের মূল লক্ষ্য তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করা। উৎসবটি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।