জরুরি বার্তায় দিল্লি থেকে ঢাকায় ফিরলেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ

bangladesh indiarelations high commissioner

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে সোমবার রাতেই তিনি দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি বার্তা পাওয়ার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দিল্লি ত্যাগের প্রস্তুতি নেন এবং সোমবার রাতেই ঢাকায় পৌঁছান। ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতেই তাঁকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতের বিভিন্ন মহল থেকে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের ঘটনা ঘটে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সাময়িকভাবে মিশনগুলোতে ভিসা সেবা বন্ধ রাখে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব করে দুই দেশ। বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রার উত্তেজনা সৃষ্টি করে।

এদিকে গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘২ হাজার ৯০০টি সহিংসতার’ অভিযোগ করেন। এর পরদিন রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে ওই মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে ভারতের বিভিন্ন মহলকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এই টানাপোড়েনের মধ্যেই দিল্লি থেকে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় ডেকে পাঠানো হলো, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।