আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু স্থানে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৭টার স্যাটেলাইট চিত্রে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি বিভাগ ও দক্ষিণাঞ্চলের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, সিকিম ও ত্রিপুরা রাজ্যে বৃষ্টি চলমান রয়েছে। এর প্রভাবে বাংলাদেশেও আজ দিনভর অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে সকাল থেকে বৃষ্টি চলছে, যা সকাল ১০টা পর্যন্ত চলবে। পরে দিনের বিভিন্ন সময়ে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও রাঙামাটিতে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দুপুরের আগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও রংপুরে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা ও শেরপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে রাত পর্যন্ত আবারও বৃষ্টিপাত হতে পারে।
সিলেট বিভাগে সুনামগঞ্জ ও সিলেটের সীমান্তবর্তী এলাকায় একাধিকবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁয় সকাল থেকে বৃষ্টি চলছে, দুপুর পর্যন্ত পাবনা, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে ভারি বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও শরীয়তপুরে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর পর্যন্ত শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, খুলনা ও বাগেরহাটে দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।