স্পিনে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, রেকর্ড ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ

Bangladesh vs west indies odi series-win

ব্যাট হাতে এবার লড়াই জমাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করল ক্যারিবীয়রা। মিরপুরে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয় রানের হিসেবে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ছিল ২০১২ সালে খুলনায় ১৬০ রানে।

সব মিলিয়ে ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয় — রানের হিসেবে। সর্বোচ্চ জয়টি ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে, ১৮৩ রানে।

বাংলাদেশের চার স্পিনার ভাগ করে নেন প্রতিপক্ষের সব ১০টি উইকেট।
নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন তিনটি করে, তানভির ইসলাম ও মেহেদি হাসান মিরাজ নেন দুটি করে।
তবে ম্যাচের নায়ক নিঃসন্দেহে সৌম্য সরকার—৮৬ বলে ৯১ রানের ইনিংস খেলেই ম্যাচের ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। রিশাদ হোসেন পুরো সিরিজে ১২ উইকেট নিয়ে হন ম্যান অব দা সিরিজ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও সাইফ হাসান রেকর্ড গড়া ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন।
সাইফ করেন ৭২ বলে ৮০ রান, সৌম্য ৮৬ বলে ৯১ রান। দুজনই সেঞ্চুরির দোরগোড়ায় থেমে গেলেও বাংলাদেশের ইনিংসকে পৌঁছে দেন ২৯৬ রানে।

এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি, আর মিরপুরে ২০১৫ সালের পর সর্বোচ্চ উদ্বোধনী পার্টনারশিপ।

ফলাফল এক নজরে:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সৌম্য ৯১, সাইফ ৮০, আকিল ৪/৪১)
ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ (নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪, মিরাজ ২/৩৫, তানভির ২/১৬)
ফল: বাংলাদেশ জয়ী ১৭৯ রানে
সিরিজ ফলাফল: বাংলাদেশ ২–১
ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার
ম্যান অব দা সিরিজ: রিশাদ হোসেন