তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ফিরে এসেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা।
প্রথম ম্যাচে বিপর্যয়ের পর আজ ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অলআউট হয় ৪৫.৫ ওভারে ২৪৮ রানে। উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ৬৭ রান করেন এবং তৌহিদ হৃদয় যোগ করেন মূল্যবান ৫১ রান।
জবাবে, কুশল মেন্ডিসের ৩১ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস ও নিশান মাদুশকার সঙ্গে ৬৯ রানের জুটি শ্রীলঙ্কাকে ভালো অবস্থানে নিয়ে যায়। তবে মাঝের ওভারে স্পিন আক্রমণে ধস নামে লঙ্কান ব্যাটিংয়ে।
শামীম হোসেন শুরু করেন ব্রেকথ্রু এনে দিয়ে। এরপর তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন গুরুত্বপূর্ণ উইকেট। তানভীর তুলে নেন তার ওডিআই ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট (৫/৩৯)।
জনিত লিয়ানাগে ৮৫ বলে লড়াকু ৭৮ রান করলেও শেষ রক্ষা হয়নি। শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৪৮.৫ ওভারে ২৩২ রানে।
তানজিম শাকিব (২), মুস্তাফিজ, মিরাজ ও শামীম প্রত্যেকে একটি করে উইকেট নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান।
এই জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এখন হয়ে উঠেছে ফাইনাল—যে জিতবে, সেই নিবে সিরিজ।