জিম্বাবুয়েতে টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Bangladesh u19 zimbabwe

জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ (২৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দলটি।

জাওয়াদ-আবদুল্লাহর ব্যাটে শক্ত ভিত
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। ইনিংসের মূল নায়ক ছিলেন জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহ। আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা জাওয়াদ ৬৩ বলে ৮২ রান করেন, ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা। অপরদিকে মিডল অর্ডারে থিতু হয়ে আবদুল্লাহ করেন ৬৪ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস।

উদ্বোধনী জুটিতে রিফাত বেগ করেন ৩৫ বলে ৩১ রান। শেষ দিকে দেবাশিস দেবা ৩৬ বলে ২৪ রান যোগ করলে ২৭০ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।

সামিউনের ঘূর্ণিতে ধস জিম্বাবুয়ের
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও জিম্বাবুয়ে ৪২.২ ওভারে গুটিয়ে যায় ১৮৩ রানে। ওপেনার নাথানিয়েল লাবানগানা ৭২ বলে ৫৩ রান করেন, যা ছিল দলের পক্ষে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে ব্রেন্ডন সেনজেরের ব্যাটে।

বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার সামিউন বাসীর দুর্দান্ত বোলিং নজর কেড়েছে। তিনি ৬ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এছাড়া আল ফাহাদ ও আজিজুল হাকিম ২টি করে উইকেট নেন।

টানা জয়ে ফাইনালের পথে বাংলাদেশ
এর আগে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছিল বাংলাদেশ। তিন দলের এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী ম্যাচ ৩১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।