হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

Bangladesh vs Hongkong asiacup 2025

এশিয়া কাপে জয় পেলেও প্রত্যাশিত বড় ব্যবধানের জয় পেল না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার হংকংকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বে শুভসূচনা করলেও নেট রানরেটের দিক থেকে আফগানিস্তানের পেছনে রয়ে গেছে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে হংকং ৯৪ রানে গুটিয়ে গেলেও আজ তারা তুলল ১৪৩ রান। টস জিতে ফিল্ডিং নিয়ে বোলিংয়ে সুবিধা আদায় করতে না পারায় বাংলাদেশ শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ শেষ করলেও রানরেট খুব একটা বাড়াতে পারেনি। আফগানিস্তানের নেট রানরেট যেখানে ৪.৭০০, বাংলাদেশের তা মাত্র ১.০০১।

হংকংয়ের ইনিংসে নিজাকাত খান সর্বোচ্চ ৪২ রান করেন। জিশান আলি ৩০ ও ইয়াসিম মুর্তজা ২৮ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

রান তাড়ায় বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৯ রানে ফেরেন। তানজিদ তামিমের ব্যাট থেকেও আসে ১৮ বলে ১৪ রান। তবে অধিনায়ক লিটন দাসের ব্যাটে ভর করে দল সহজ জয় নিশ্চিত করে। তিনি ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৬ চার ও ১ ছক্কা। তাওহীদ হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

জয়ের আনন্দ থাকলেও রানরেট বাড়াতে না পারার হতাশা থেকে গেছে সমর্থকদের মনে। ‘গ্রুপ অব ডেথ’ থেকে সুপার ফোরে জায়গা পেতে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ম্যাচে বড় ব্যবধানের জয় চাইবে বাংলাদেশ।