টি-টোয়েন্টিতে আবার ব্যাটিং ধস, আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হারল বাংলাদেশ

bangladesh vs ireland t20 loss

চট্টগ্রামে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠল বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিংয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের ম্যাচে মাত্র ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের একার লড়াই সত্ত্বেও ৩৯ রানে হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৮১ রান। ইনিংসের নায়ক হ্যারি টেক্টর, যিনি ৪৫ বলে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওপেনার পল স্টার্লিং করেন ২১ ও টিম টেক্টর করেন ৩২ রান। শেষদিকে ক্যাম্পারের ১৭ বলে ২৪ ও ডকরেলের ৭ বলে ১২ রানে বড় সংগ্রহ পায় আইরিশরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়। ১৮ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জাকের আলি ও তাওহিদ হৃদয় ৪৮ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জাকের ২০ রান করে ফেরার পর ধস আর থামেনি।

একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন হৃদয়। ৩৪ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৫০ বলে অপরাজিত ৮৩ রান করেন তিনি। কিন্তু বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলের সংগ্রহ থামে ১৪২ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান কিছুটা নিয়মিত ছিলেন। তবে আইরিশ ব্যাটারদের সামনে বেশিরভাগ বোলারই ব্যর্থতার পরিচয় দেন।

এ হারের ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিং ব্যর্থতার গ্রাফ আরও দীর্ঘ হলো—যেখানে হৃদয়ের ইনিংসই ছিল একমাত্র সান্ত্বনা।