নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে অনিশ্চিত হামজা চৌধুরী 

hamza chaudhury

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ইতোমধ্যেই দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। তবে বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার যোগ দেওয়ায় অবশেষে পূর্ণতা পেয়েছে দলের ক্যাম্প।

কোচ হ্যাভিয়ের কাবরেরা এতদিন কিংসের ফুটবলার না পাওয়ায় পরিকল্পনা সাজাতে হিমশিম খাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী খেলোয়াড় ছাড়ার সময় নিয়ে বাফুফে ও কিংসের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ৩১ আগস্ট সন্ধ্যায় খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেন। এতে স্বস্তি ফিরে এসেছে কাবরেরার মুখে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী-কে ঘিরে। বার্মিংহামের বিপক্ষে ম্যাচে তিনি চোট পাওয়ার পর তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাফুফের সঙ্গে হামজার যোগাযোগও সীমিত হয়ে গেছে বলে জানা গেছে।

জাতীয় দল সূত্রে জানা গেছে, হামজাকে ছাড়াই পরিকল্পনা সাজিয়ে রেখেছেন কোচ কাবরেরা। ৬ সেপ্টেম্বরের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ৯ সেপ্টেম্বরের ম্যাচেও তাকে পাওয়া যাবে কি না, সেটি নিশ্চিত নয়।

হামজার বিষয়ে বাফুফের কোনো কর্মকর্তা এখনো সুস্পষ্ট তথ্য দিতে পারেননি। সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গেও যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে।